জ্যেষ্ঠ প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ফেনী ছাত্রলীগের পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
তিনি বলেন, গত ৪ আগস্ট ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত ভিডিও পর্যালোচনা করে দেখা যায় গুলি চালানো ব্যক্তি ছিলেন ফেনী ছাত্রলীগ পৌর কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন। আজ সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।