জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল উপজেলার আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন এ আদেশ দিয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে আদালতে তোলা হয়েছিল।
দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সংসদ সদস্য। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গতরাত ২টা ৩০ মিনিটে গ্রেপ্তার করা হয়।