লাইফ স্টাইল ১৯ অক্টোবর, ২০১৯ ০৬:৫৮

চা খাওয়ার পর খেয়ে ফেলতে পারবেন কাপটাও

ডেস্ক রিপোর্ট।। 

দিনে বেশ কয়েকবার চা খাওয়া হয় মানুষের। অনেকেরতো ঘণ্টায় ঘণ্টায় চা না হলে যেন তাদের চলেই না। এতে চা খাওয়ার যে পাত্র বা কাপটি ব্যবহার করা হয়। এই বারবার ব্যবহার করা এড়াতে অনেকে ব্যবহার করেন ওয়ান টাইম কাপ। যেটা একবার ব্যবহার করেই ফেলে দিতে হয়।

এদিকে চা খাওয়ার বিষয়টাকে আরো সহজ করে আনতে এমন একটি কাপ বানানো হলো যেটা আর ধুতে হবে না বা ফেলেও দিতে হবে না। চা খাওয়া শেষ হলে সাথে সাথে আপনি চাইলে কাপটাও খেয়ে ফেলতে পারবেন। 

ভারতের হায়দ্রাবাদের একটি সংস্থা তৈরি করেছে এমন একটা চায়ের কাপ, যা খেয়ে ফেলা যাবে নিমিষেই। এর জন্য আপনাকে প্রথম চা পান করতে হবে, পরে খেতে হবে ওই কাপটি!

শুনতে অবাক লাগলেও ঘটনাটা কিন্তু হারহামেশায় ঘটছে ওই চা শপটিতে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি তৈরি হওয়া ওই কাপে থাকবে চা। আর সেই চা শেষ হওয়ার পর কড়মড় করে খেয়ে ফেলতে পারবেন কাপটা। ঠাণ্ডা কিংবা গরম, যেকোনো পানীয়ও খাওয়া যাবে সেই কাপে।

আরো জানা গেছে, এই কাপটিতে থাকছে আরো নানা চমক। এমনকি এটি বেশ পরিবেশবান্ধব বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে এই কাপ। নাম দেয়া হয়েছে ইট কাপ (eat cup)। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই সংস্থাটি মূলত এমন উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।