খেলাধুলা ২ নভেম্বর, ২০২৪ ০৮:০১

তাসকিনের অধিনায়কত্ব প্রশ্নে কামিন্সকে টানলেন বাশার

ক্রীড়া প্রতিবেদক
আসন্ন আফগানিস্তান সিরিজে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে বিসিবি। তবে এই সিরিজের পর আর তাকে নেতৃত্বে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। তাই আলোচনায়, কে হচ্ছেন নতুন অধিনায়ক। আর এই প্রশ্নে, তাসকিন আহমেদের নামটাও আসছে।

বাংলাদেশ দলের অধিনায়কত্বের প্রশ্নে গতকাল শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবিবুল বাশার বলেন, 'আমরা অনেককেই ভাবি যে সে অধিনায়কত্বের জন্য খুব ভাল। দায়িত্ব পালনের পর বোঝা যায় সে অধিনায়কত্বে কতখানি ভালো, কতখানি যোগ্য। আবার অনেককে ভাবি যে ও হয়তো অধিনায়কত্বের জন্য অতোটা যোগ্য নয়, দায়িত্ব পালনে দেখা যায় সে অনেক ভালো করছে।'

তাসকিনের অধিনায়কত্ব করা নিয়ে বাশার বলেন, 'তাসকিন অনেক সিনিয়র খেলোয়াড়। অনেকদিন ধরে খেলছে। তাসকিনকে নিয়ে একটু চিন্তা হচ্ছে সে চোটপ্রবণ। কিন্তু প্যাট কামিন্স তো অধিনায়কত্ব করছে।'

এখনও শান্তর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিসিবি দ্রুতই শান্তর বিকল্প ঠিক করতে চায়। বাশার বলেন, 'আমার মনে হয় আমরা যাকেই করি, আমাদের সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে নেওয়া উচিত। যাকেই নেই, আমরা যেন একটু লম্বা সময়ের জন্য নেই। কারণ দল হিসেবে আমরা ধারাবাহিক নই। অধিনায়কত্বে ধারাবাহিকতা রাখা গুরুত্বপূর্ণ।'