সারাদেশ ২ নভেম্বর, ২০২৪ ০৯:১৮

আসামি আওয়ামী লীগ নেতা, বাদী নিজেও জানেন না তিনি বাদী

জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মৌড়াইলের মো. মোবারক হোসেন নামে এক ব্যক্তি থানায় কোনো মামলা দায়ের না করেও মামলার বাদী হয়েছেন। কে বা কারা তাকে বাদী দেখিয়ে একটি মামলা করে এতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আসামি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর হোসেন জানান এ ঘটনায় মো. মোবারক হোসেন গত বৃহস্পতিবার সদর থানায় একটি জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি কোনো মামলা না করলেও তার নাম ব্যবহার করে কে বা কারা মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মামলায় সাবেক গৃহায়ণ মন্ত্রীসহ জেলা আওয়ামী লীগের বেশ কয়েকজনকে আসামি করা হয়। এ অবস্থায় ভবিষ্যতের আইনি জটিলতা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে তিনি এ সাধারণ ডায়েরি করেছেন। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফ্ফর বলেন, দক্ষিণ মৌড়াইলের বাসিন্দা ও মামলার কথিত বাদী মো. মোবারক হোসেনকে খুঁজে বের করেছি। তিনি একটা ফার্মেসি পরিচালনা করেন। তিনি কারো বিরুদ্ধে সদর থানায় কোনো মামলা করেননি। কে বা কারা তার নাম ব্যবহার করে কম্পিউটারের দোকান থেকে মামলার কপি বানিয়ে কথিত আসামিদের হোয়াটসঅ্যাপ ও ম্যাজেঞ্জারে কপি পাঠিয়ে দিচ্ছেন।