আইন ও আদালত ২০ অক্টোবর, ২০১৯ ০৬:৪৯

হাইকোর্টে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তলব

ডেস্ক রিপোর্ট।। 

সাত বছরেও তদন্ত শেষ না হওয়ায় সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে ৬ই নভেম্বর হাইকোর্টে তলব করা হয়েছে।

২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দু'জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই রাতে তারা ছাড়া ঘরে ছিল তাদের একমাত্র শিশুসন্তান।

হত্যাকাণ্ডের পর রুনির ভাই মো. নওশের আলম রোমানের করা মামলাটি প্রথমে তদন্ত করেন শেরেবাংলা নগর থানার এসআই জহুরুল ইসলাম। তার কাছ থেকে তদন্তের দায়িত্ব যায় ডিবির পরিদর্শক রবিউল আলমের কাছে। এরও ৬২ দিন পর ডিবি আদালতের কাছে ব্যর্থতা স্বীকার করলে, ২০১২ সালের এপ্রিলে তদন্তের দায়িত্ব আসে র‌্যাবের ওপর। এরপর, র‌্যাবের কয়েকজন কর্মকর্তার হাত ঘুরে তদন্তভার আসে র‌্যাবের এএসপি শহিদার রহমানের কাছে।