শিক্ষা ২৯ নভেম্বর, ২০২৪ ০৯:৪৮

‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি 
চট্টগ্রাম জেলা কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আগ্রাসন বিরোধী ছাত্র ঐক্য।

গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন, এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, আমরা হত্যার বিনিময়ে হত্যা করব না। আমরা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দেব না। এই দেশে সংখ্যালঘুরা সুযোগ-সুবিধা পেয়ে তারা শিক্ষা, সাহিত্য সংস্কৃতিতে এগিয়ে গেছে। এ দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ইসলামপন্থি হওয়ার কারণে অনেক পিছিয়ে রয়েছে। আমাদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে। তাহলেই শহীদদের আত্মত্যাগ সফল হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব বলেন, সাইফুল ইসলাম আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসকনের জঙ্গিরা। তিনি জুলাই আন্দোলনে সোচ্চার ছিলেন এবং ইসকনের বিরুদ্ধে লেখালেখি করতেন। যে কারণে তাকে খুন হতে হয়েছে। এই হত্যায় জড়িত ইসকনের সন্ত্রাসীদের বিচার চাই।