বিনোদন ৭ ডিসেম্বর, ২০২৪ ০৬:১৮

চলছে না ‘পুষ্পা টু’: সিনেমা হলে ভাঙচুর, মালিককে খুনের হুমকি

বিনোদন ডেস্ক

প্রেক্ষাগৃহে চালানো হয়নি আল্লু অর্জুনের ‘পুষ্পা ২- দ্য রুল’ ছবি। তার জেরেই সিনেমা হলে ভাঙচুর চালিয়েছেন এক যুবক এবং তার বন্ধুরা। পরে তাদেরকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার মাঞ্চেরিয়াল জেলার চেন্নুর শহরে।


যে সিনেমা হলে ভাঙচুর চালানো হয়েছে তার নাম শ্রীনিবাস থিয়েটার। সেখানকার কাচের জানলা ভাঙচুর করা হয়েছে। 

সূত্রের খবর, যেহেতু ওই সিনেমা হলে আল্লু অর্জুনের 'পুষ্পা ২- দ্য রুল' ছবি দেখানো হচ্ছিল না, সেজন্য রীতিমতো সিনেমা হলের মালিক রাজামাল্লাকে শাসিয়েছিলেন বিনয় নামের অভিযুক্ত ওই যুবক এবং তার বন্ধুরা। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। 


এরপরই পুলিশে খবর দেন চেন্নুরের ওই সিনেমা হলের মালিক। হুমকির ঘটনা উল্লেখ করে অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতেই ওই যুবক এবং তার বন্ধুদের আটক করেছে পুলিশ। 

২০২১ সালে মুক্তি হয়েছিল 'পুষ্পা দ্য রাইজ'। তারই সিক্যুয়েল 'পুষ্পা ২ দ্য রুল'। প্রথম দিনের বক্স অফিস কালেকশনেই এস এস রাজামৌলির 'আরআরআর' ছবিকে পিছনে ফেলেছে সুকুমারের 'পুষ্পা ২ দ্য রুল'। ইতোমধ্যেই প্রায় ১৬০ কোটির ব্যবসা করেছে এই সিনেমা। 'বিগেস্ট ইন্ডিয়ান ওপেনার' খেতাবও পেয়েছে এই ছবি।

পুষ্পা ২- দ্য রুল ছবি মুক্তির ঠিক আগের দিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবির প্রিমিয়ারে পৌঁছেছিলেন 'পুষ্পা' আল্লু অর্জুন। তারকাকে সামনে দেখে উন্মাদনার পারদ চড়তে থাকে। সন্ধ্যা থিয়েটারের মধ্যে উত্তেজনা এতটাই ছড়ায় যে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে পুলিশকে। 

অভিনেতাকে সিনেমার প্রিমিয়ারে দেখতে সন্ধ্যা থিয়েটারে হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। এ ঘটনায় একজন নিহত হন। কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। 

বহুল প্রতিক্ষীত এই সিনেমাকে ঘিরে উন্মাদনার পারদ এতটাই বেড়েছে হল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কয়েকজন এরই মধ্যে গ্রেপ্তারও হয়েছেন।