সারাদেশ ১৬ মার্চ, ২০২৫ ১২:৫১

সীমান্তে বিজিবির ধাওয়া খেয়ে ইয়াবা ফেলে পালাল কারবারিরা

জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজিবির ধাওয়া খেয়ে ২০০০ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল ফেলে পালিয়েছে মাদক কারবারিরা। পরে সেগুলো উদ্ধার করে বিজিবি।

শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাঁশজানী গ্রামে দিয়াডাঙ্গায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, ওই গ্রামের আনন্দ বাজার এলাকায় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হয়। এ সময় মাদক কারবারিরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি উদ্ধার করে তল্লাশি চালালে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোহাম্মদ বায়েজিদ বলেন, জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেল বিজিবি হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।