মুক্তিযুদ্ধ ২৫ অক্টোবর, ২০১৯ ০৩:৫৮

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন

ডেস্ক রিপোর্ট।। 

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই দাফন করা হলো একজন মুক্তিযোদ্ধাকে। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে গেলেও ম্যাজিস্ট্রেট ও পুলিশকে ফিরিয়ে দেয় পরিবার। দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের যোগীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে লেখা চিঠিতে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন উল্লেখ করেন, এমপির সুপারিশে এসি ল্যান্ডের গাড়ির চালক হিসেবে তার ছেলে নুর ইসলামের চাকরি হয়েছিল। কিন্তু কিছুদিন আগে এসি ল্যান্ড তাকে চাকরিচ্যুত করেন।

চিঠিতে ওই মুক্তিযোদ্ধা লেখেন, জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করলেও তার জীবিকা কেড়ে নেয়া হয়েছে। তাই যারা তার ছেলেকে চাকরিচ্যুত করেছে, মৃত্যুর পরে তাদের সালাম ও স্যালুট প্রয়োজন নেই।

মঙ্গলবার এই চিঠি লেখার পরদিন বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন।