স্বাস্থ্য সেবা ২৬ অক্টোবর, ২০১৯ ১২:০২

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ডেলটা হাসপাতালে বিশেষ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক।। 

"অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতা মাস।" এ উপলক্ষে ১০ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে ডেলটা হাসপাতাল লিঃ। 

সকালে স্তন ক্যান্সার সচেতন মাস উপলক্ষে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে ডেলটা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, ছাত্র-ছাত্রী ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

এছাড়াও রোটারি ক্লাব ধানমন্ডি ও ইনার হুইল ক্লাব অব ধানমন্ডির সম্মানিত সদস্যরা অংশ নেন। এরপর হাসপাতালটির সেমিনার কক্ষে আয়োজন করা হয় স্তন ক্যান্সার সচেতনতা মূলক সেমিনার। 

সেমিনারে স্তন ক্যান্সারের ঝুঁকি ও প্রতিরোধমূলক নানা দিক নিয়ে পরামর্শমুলক আলোচনা করা হয়। উক্ত সেমিনারে অংশ নেন প্রফেসর ডাঃ সৈয়দ মোকাররম আলী (ব্যবস্থাপনা পরিচালক, ডেলটা হাসপাতাল লিমিটেড), আরটিএন.এম খাইরুল আলম (ডিস্ট্রিক্ট গভর্ণর, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক), ডাঃ এ.এফ.এম বদরুজ্জামান (হাসপাতাল পরিচালক), মোহাম্মদ আলি আহাদ (মহাব্যবস্থাপক), মোঃ বাকবুল ইসলাম (প্রধান অর্থ কর্মকতা), মমতাজ মহল রানু (চেয়ারম্যান, ইনার হুইল ডিস্ট্রিক্ট) এবং রোকেয়া আক্তার হিমি (প্রেসিডেন্ট, ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি)।

এছাড়াও ডেলটা হাসপাতাল কর্তৃপক্ষ ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। উক্ত ক্যাম্পে সকল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে রোগী দেখেন এবং প্যাথলজি ও অন্যান্য পরীক্ষার বিশেষ ছাড় দেয়া হয়। স্তন ক্যান্সার সচেতনতা মাসকে স্মরণীয় করে রাখার জন্য সেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে ডেলটা হাসপাতাল লিমিটেড।