বিনোদন ২৬ জুন, ২০২৫ ০৮:৪৪

সালমানের সেই ‘তেরে নাম’ স্টাইলের অনুপ্রেরণা কে ছিলেন

বিনোদন ডেস্ক
বিস্ময়কর এক তথ্য দিলেন বলিউডের ভাইজান সালমান খান। এই নায়কের ‘তেরে নাম’ ছবিটির কথা ভাবলেই মনে পড়ে যায় তুমুল প্রেম, আবেগ আর সালমানের এক চিরচেনা হেয়ার স্টাইল; যা সিনেমা রিলিজের পরপর আলোওড়ন তৈরি করে ফেলেছিল। 

এবার সেই চুলের ছাঁট নিয়ে এমন এক তথ্য জনসমক্ষে তুলে ধরলেন স্বয়ং সালমান। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সিজন ৩-এর প্রথম এপিসোডে অংশগ্রহণ করেন ভাইজান। এবং সেই শো-তে যখন সেই কথা সালমান বললেন, দর্শক থেকে কপিল শর্মা প্রত্যেকে বেশ চমকেই উঠলেন!

সালমান বললেন, ‘তেরে নাম-এ আমার হেয়ার স্টাইলের মূল অনুপ্রেরণা ছিলেন ডক্টর এপিজে আবদুল কালাম, স্যার! তিনি আরও বলেন, ‘সেই সময় ভাবতাম, ছোট শহরের হিরোদের চুল সাধারণত একটু বড় হয়, আর তাই পুরোনো দিনের নায়কদের মতোই লম্বা চুল রাখা উচিত। এই ভাবনাটাই আমার চুলের স্টাইল বদলে দিয়েছিল।’

শুধুমাত্র তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম নন, সালমান মনে করিয়ে দেন যে তখন অভিনেতা রাহুল রায়ের চুলের স্টাইলও একই রকম ছিল, আর সেটিও ‘তেরে নাম’-এ তার লুক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।