শিল্প ও সাহিত্য ৬ আগস্ট, ২০১৯ ০৬:৫৫

আবার ডাকো

ও-হে মুক্তির নায়ক
ও-হে স্বাধীনতার ঘোষক
দোহাই তুমি আবার ডাকো
আবার এসেছে শােষক ।

দেশের সব সুখ
কেড়ে নিবে বলে তারা,
হয়েছে উম্মাদ, হয়েছে মাতাল।
হয়ে গেছে দিশেহারা!

তারা শেষ চায় এই মুক্তির
যা এনেছিলে তুমি বয়ে,
সেই মুক্তিকে পরাতে শিকল
আসিতেছে তারা ধেয়ে।

তারা শুধু বুঝে রক্তের লালে
রাঙ্গাতে তোমার ভূমি,
ধ্বংস করছে সেই মুক্তি
তোমার কাছে যা দামি।

হে নেতা তুমি আবার জাগাে
দাও মুক্তির ডাক,
আমার প্রিয় সােনার বাংলা
মুক্তি ফিরে পাক।