বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ২ নভেম্বর, ২০১৯ ০৮:১৮

দেশের বাজারে আসছে সাশ্রয়ী মূল্যের মটো ই৬ প্লাস

প্রযুক্তি ডেস্ক ।।

দেশের বাজারে খুব দ্রুতই আসছে মটোরোলার নতুন স্মার্টফোন মটোরোলা ই৬ প্লাস। ৬ দশমিক ১ ইঞ্চি মাপের ওয়াটার ড্রপ ডিসপ্লের স্মার্টফোনটিতে রয়েছে হেলিও পি অক্টাকোর প্রসেসর। আরও থাকছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম।

ওয়াটার ড্রপ ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৮০ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। স্মার্টফোনটিতে তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা। ডুয়েল ক্যামেরা সিস্টেমের পেছন দিকে রয়েছে ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ও ফ্ল্যাশ সুবিধা। এ ছাড়া সামনের দিকে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

বাংলাদেশে মটোরোলার পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক (টেলিকম বিজনেস) সাকিব আরাফাত বলেন, ‘নকশা ও মানের দিক থেকে উন্নত নতুন স্মার্টফোন বাজারে আনছে মটোরোলা। বাজেট ফোন হিসেবে বাজারে আসবে মটো ই৬ প্লাস।

দেশের বাজারে ফোনটি পাওয়া যাবে ১৬ হাজার ৯৯০ টাকায়।