দুর্যোগ ১০ নভেম্বর, ২০১৯ ০৫:০৭

শঙ্কা কেটে গেছে,মহাবিপদ সংকেত প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট।। 

বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোন ‘বুলবুল’ ক্রমশ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের তিনটি সমুদ্রবন্দর- চট্টগ্রাম,মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে মহাবিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কতা সংকেত কমানো হলেও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তবে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হলেও গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ জেলা সমূহের ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

ঘূর্ণিঝড়ে পটুয়াখালীতে গাছচাপা পড়ে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া খুলনা,সাতক্ষিরায় শতাদিক  ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানা গেছে।