ডেস্ক রিপোর্ট।।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়ার তিনদিন পর দেড়শ পর্যটককে তিনটি ট্রলারে করে উদ্ধার করা হচ্ছে। বাকি দেড় হাজার পর্যটককে বিকেলের মধ্যে ফিরিয়ে আনা হবে।
সকাল সাড়ে ১০টায় টেকনাফ দমদিয়া ঘাট থেকে দ্বীপে আটকা পড়া পর্যটকদের ফেরত আনতে ফরহান, আটলান্টিক ক্রুজ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের তিনটি জাহাজ রওনা দেয়। বিকেলে পর্যটকদের নিয়ে জাহাজগুলো টেকনাফ ঘাটে পৌঁছানোর কথা রয়েছে। তবে এসব জাহাজে কোনও পর্যটক দ্বীপে যাননি। দ্বীপের স্থানীয় কিছু বাসিন্দা গেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের টেকনাফ অঞ্চলের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে।