সোশ্যাল মিডিয়া ১১ নভেম্বর, ২০১৯ ১২:৫৮

সেই সময় রাঙা থাকতেন রংপুরে : নঈম নিজাম

ডেস্ক রিপোর্ট ।।

প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও বাংলাদেশ সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক নঈম নিজাম। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে সরব থাকেন তিনি। আপোষহীন কথা বলেন যে কোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা ও পর্যালোচনা করেন দেশের রাজনৈতিক ইতিহাস ও চলমান ঘটনা প্রবাহ নিয়ে। তেমনি এবার নঈম নিজাম তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে সম্প্রতি শহীদ নূর হোসেনকে নিয়ে  মশিউর রহমান রাঙার করা বিতর্কিত মন্তব্যের সমালোচনা ও নিন্দা জানিয়ে একটি স্ট্যাটাস দেন।

আমাদের কাগজ পাঠকদের জন্য নঈম নিজামের দেয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল- 

'১০ নভেম্বর ৮৭ সালের পর নূর হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়ান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আর্থিকভাব সাহায্য করেন। ড্রাইভার হিসাবে নিয়োগ দেন নূর হোসেনের ভাই আলী হোসেনকে। এই আলী হোসেন আওয়ামী সভানেত্রীর গাড়ি বহরে সাংবাদিকদের গাড়ি চালাতেন মাঝে মাঝে। রাঙা হয়তো জানেন না, ১৯৮৭ সালে ঢাকা শহরে ইয়াবা পাওয়া যেত না । সেই সময় মশিউর রহমান রাঙা থাকতেন রংপুর। সেই দিন আওয়ামী যুবলীগ কর্মী নূর হোসেনকে রাজপথে দেখেছিলাম। তার চোখে মুখে ছিল আগুনের শিখা।বুকে পিঠে “স্বৈরাচার নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক”।শেখ হাসিনা রাজপথে নূর হোসেনকে এভাবে দেখে বললেন,তুমি জামাটা পরে নাও..। নূর হোসেন জবাবে বলেন, আপনি দোয়া করবেন...,।'