লাইফ স্টাইল ১২ নভেম্বর, ২০১৯ ০৫:১৫

স্যানিটারি ন্যাপকিন ও অন্যান্য পণ্যের উপর কর বাতিল করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক ।।

পিরিয়ডে ব্যবহার করা ট্যাম্পন, স্যানিটারি ন্যাপকিন ও অন্যান্য পণ্যের ওপর কর বাতিল করলো জার্মানি। পিরিয়ড পণ্য কোনো বিলাসপণ্য নয়, এমন ঘোষণা দিয়ে এসব পণ্যের ওপর কর বাতিল করলো দেশটি৷

পিরিয়ড পণ্যে কর বাতিল নিয়ে জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন চলছিল। সেই আন্দোলনের আঁচ এসে পড়েছিল ভারত, বাংলাদেশেও। ২০১৮ সালে ভারত এই কর বাতিল করে। এরপর গত এক দশকে ক্যানাডা, ভারত, কেনিয়ার মতো দেশে এই কর বাতিল করা হয়েছে। যা ‘ট্যাম্পন ট্যাক্স' নামে পরিচিত।

সম্প্রতি জার্মান সংসদে ভোটাভুটির হিসাব বলছে, শিগগিরই রদ করা হবে এই কর। সিগারেট, ওয়াইনের সাথে সাথে এতদিন জার্মানিতে পিরিয়ড পণ্যও ছিল ‘বিলাস পণ্য'র তালিকায়।

জাতিসংঘ বলছে, দক্ষিণ এশিয়ায় স্যানিটারি ন্যাপকিন ও পরিচ্ছন্ন শৌচাগারের অভাবে স্কুলে যেতে পারে না এই অঞ্চলের এক তৃতীয়াংশ মেয়েরা। বয়ঃসন্ধির পর তাই শিক্ষা ব্যবস্থা থেকে সরে যায় অনেক মেয়েরা।

ডয়চে ভেলে