সড়ক দুর্ঘটনা ১২ নভেম্বর, ২০১৯ ০৭:৪৮

ট্রেন দুর্ঘটনায় তূর্ণার চালকসহ বরখাস্ত ৩

ডেস্ক রিপোর্ট।। 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় তূর্ণা এক্সপ্রেসের চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকালে তাদের বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান।

তিনি জানান, তূর্ণা এক্সপ্রেসের চালক সিগন্যাল অমান্য করে ভুল লাইনে চলে যাওয়ার দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ওই ট্রেনের চালক, সহকারী চালক ও পরিচালক (গার্ড) তিন জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ ১২ নভেম্বর, মঙ্গলবার ভোর রাত ২টা ৫৩ মিনিট নাগাদ চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী তূর্ণা নিশীথার সাথে সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করা উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে এখনো পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় দুই ট্রেনেরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ৯ জন। এছাড়া গুরুতর অবস্থায় উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান। পরে আরো একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

তবে দুমড়ে-মুচড়ে যাওয়া বগির নিচে আরো মরদেহ থাকার সম্ভাবনা রয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা। ইতোমধ্যে আখাউড়া থেকে রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

জানা গেছে, রেলওয়ে ও জেলা প্রশাসনের উদ্যোগে এ দুর্ঘটনার তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে।