ডেস্ক রিপোর্ট।।
নড়াইল লোহাগড়া উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল আলিম শেখের স্ত্রী রোজিনা বেগম অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন স্বামী আলিম শেখ। এমন অবস্থায় জীবনযাপন কঠিন হয়ে পড়ে রোজিনা বেগমের। এই দুঃখের সময়ে তার পাশে এসে দাঁড়ালেন গোপালগঞ্জের ডিসি সেফাউর রহমান।
সেফাউর রহমানকে বিষয়টি জানান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মেজবা আলম। বিষয়টা জানতে পেরে তিনি বলেন, আমি এই দরিদ্র পরিবার দায়িত্ব নিব। এবং যেকোনো প্রয়োজনে আমি তাদের পাশে আছি।
এবিষয়ে সেফাউর রহমান জানান, আমাকে মেজবা বিষয়টা জানালে আমি তার চিকিৎসা করানোর নির্দেশ দেই এবং তাদের পাশে দাঁড়াই।
সেফাউর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোজিনা বেগম সহ এলাকার সাধারণ জনগণ।