সোশ্যাল মিডিয়া ১৩ নভেম্বর, ২০১৯ ০১:৫১

ভাইরাল হওয়া ভারতের প্রধান বিচারপতিকে লেখা মোদীর চিঠিটি মিথ্যা: ভারতীয় দূতাবাস

ডেস্ক রিপোর্ট।।

ভারতের প্রধান বিচারপতিকে লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নেটিজেনদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করে। বিষয়টি ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের নজরে আসলে বিষয়টির গুরূত্ব বিবেচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দূতাবাসের ভ্যারিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়। 

স্ট্যাটাসে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়,  মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের মাননীয় প্রধান বিচারপতিকে লেখা চিঠিটি সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ। এর উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করা। জনপরিসরে ভারত সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য প্রচার করার এই অপচেষ্টা অত্যন্ত গর্হিত ও অনুচিত।