দুর্যোগ ১৫ নভেম্বর, ২০১৯ ০৩:৫৪

প্রলয়ঙ্করী সিডরের এক যুগ আজ

ডেস্ক রিপোর্ট।। 

২০০৭ সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যায় সুপার সাইক্লোন-সিডর।

১২ বছর আগে এইদিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে দেশের উপকূলীয় এলাকায়। আধাঘণ্টার তাণ্ডবে ১০ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় লাখ লাখ বাড়িঘর। প্রাণ হারায় ৩ হাজার ৪০৬ জন। আহত হয় ৫০ হাজারের বেশি মানুষ। 

ভয়াবহ সেই প্রাকৃতিক দুর্যোগের এক যুগ পরও, রয়ে গেছে ক্ষতচিহ্ন। এখনও বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো সংস্কার হয়নি, নির্মাণ করা হয়নি পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র।। বরগুনার নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর বলেন, আমার এই ইউনিয়ন তিনটি নদীর মোহনায় অবস্থিত। তবে জনসংখ্যা হারে আমার এই ইউনিয়নে সাইক্লোন সেন্টার খুবই কম।

জেলা প্রশাসনের তথ্যমতে- বরগুনা জেলায় ৩৪১টি আশ্রয়কেন্দ্র রয়েছে। পর্যায়ক্রমে আরো আশ্রয় কেন্দ্র নির্মাণের কথা জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন, এই ইউনিয়নে যাতে যথেষ্ট পরিমানে সাইক্লোন সেন্টার করা হয় সেজন্য ইতিমধ্যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। এছাড়া যেসব জায়গায় বেড়িবাধ নির্মাণ করা দরকার সেগুলো করার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পদক্ষেপ নিচ্ছি।  

সিডরের তাণ্ডব থেকে রেহাই পায়নি বিশ্বের সর্ববৃৎ একক ম্যানগ্রভ সুন্দরবন।লণ্ডভণ্ড হয়ে যায় একটি বড় অংশ। বনবিভাগ প্রাকৃতিক নিয়মে ক্ষতি পুষিয়ে উঠার কথা বললেও, ভিন্নমত পরিবেশবিদদের। খুলনা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক মোহম্মদ সানাউল ইসলাম বলেন, এক যুগ যথেষ্ট সময়। ইতিমধ্যে সুন্দরবন তার আগের রুপে অনেকটা ফিরে এসেছে।

উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি চিংড়ি চাষ এবং সুন্দরবন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ ও মানুষের অবাধ বিচরণে নিষেধাজ্ঞার পরামর্শ। সুন্দরবন একাডেমীর পরিচালক ফারুক আহমেদ বলেন, সুন্দরবনকে সুরক্ষা দিতে হবে, যতটা আমরা সুরক্ষা দিতে পারবো ততটা এটি সাইক্লোন, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের যৌথ গবেষণায় উঠে এসেছে, সিডরের সময় সুন্দরবন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন হাজার ৭৮৫ কোটি টাকার সম্পদ বাঁচিয়েছে।