খেলাধুলা ১৭ আগস্ট, ২০১৯ ০৯:২৫

অবসরের জন্য দুই মাস সময় চাইলেন মাশরাফি 

স্পোর্টস ডেস্ক ।। 

বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। হঠাৎ তড়িঘড়ি করে বিসিবি কার্যালয়ে আসলেন তিনি, তবে কি আজই (শনিবার) অবসরের ঘোষণাটা দিয়ে দেবেন? এমন প্রশ্নই উঁকি দিচ্ছিল সবার মনে। তবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তেমন কোনো ঘোষণা দিলেন না। বরং দুই মাস সময় চেয়েছেন সিদ্ধান্ত নেয়ার জন্য।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, মাশরাফির সঙ্গে তার অনেকক্ষণ কথা হয়েছে। অবসরের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে আরও দুই মাস সময় চেয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তার এমন সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত কিছু বলেননি পাপন।

বিসিবি সভাপতি নাজমুল হাসানের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মাটিতে স্মরণীয়ভাবে বিদায় দেওয়া হবে মাশরাফিকে। সেই পরিকল্পনা এখনও অটুট আছে বলে জানালেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। শনিবার মিরপুরে তিনি জানালেন, ‘মাশরাফির কাছে জানতে চেয়েছি, জিম্বাবুয়ের বিপক্ষে একটি ম্যাচ আয়োজন করা যায় কিনা। ও (মাশরাফি) মনে করে যে এত তাড়াতাড়ি অবসরের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আগামী মের আগে আমাদের কোনও ওয়ানডে নেই। সেজন্য এখনই না হলে তার জন্য সুবিধা হয়। দুইমাস পরে হলে সে (মাশরাফি) সিদ্ধান্ত নিতে পারবে। আমরা তার কথায় রাজি হয়েছি।’

কয়েকদিন আগে পাপন জানিয়েছিলেন, মাশরাফির অবসর নিয়ে তার সঙ্গে কথা বলবেন। আজকেই সেই বিষয়টি নিয়ে বৈঠকে বসেছেন তারা।বৈঠক থেকে বেরিয়ে এ কথা জানিয়েছেন পাপন।