আইন ও আদালত ২৭ নভেম্বর, ২০১৯ ০৫:৩০

দুপুর ১২টায় হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার রায়

ডেস্ক রিপোর্ট।। 

হলি আর্টিজান মামলার আট আসামিকে আদালতে হাজির করা হয়েছে; নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। রায়কে কেন্দ্র করে ঢাকার আদালতপাড়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। মঙ্গলবার রাত থেকেই আদালত এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়।

সকাল থেকে নিম্ন আদালতের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীজুড়েই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। তবে যেখানে রায় ঘোষণা করা হবে সেই নিম্ন আদালত ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দুপুর ১২টার দিকে এই ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করবেন।

২০১৬ সালরে ১লা জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরকিসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। তাদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাও প্রাণ হারান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এক বছর বিচারিক কার্যক্রম শেষে ২৭শে নভম্বের রায় ঘোষণার দিন ঠিক করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন সাক্ষ্য দেন।

গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলা মামলার প্রায় সাড়ে তিন বছর পর রায় ঘোষণা হচ্ছে আজ। রাষ্ট্রপক্ষ আশা করছে, কারাগারে থাকা আট জঙ্গির সবারই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। আর আসামিপক্ষের আইনজীবীরা দাবি করছেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

আলোচিত এ মামলায় আট আসামি হলেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম, সোহলে মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। এছাড়া মামলায় অভিযুক্ত ১৩ জঙ্গি বিভিন্ন অভিযানে নিহত হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।