সম্পাদকীয় ২৭ নভেম্বর, ২০১৯ ০৭:২৫

দেশের ইমেজ বাড়াতে দ্রুত কার্যকর হোক রায়

হাসান শাওন।। 

তিন বছর আগে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে ৮ আসামির মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দিয়েছেন আদালত।

বিচার শুরু হওয়ার এক বছরের মাথায় বুধবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করলেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল।

হলি আর্টিজানের এই হামলায় নাড়া দিয়েছিল গোটা বিশ্বকে। হামলার নিহত হয়েছিলেন বেশ ক'জন বিদেশি নাগরিক। শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের ভাবমূর্তিতে বড় ধরণের আঘাত হানে এই হামলা। ঢাকার মেট্রোরেল প্রকল্পে কর্মরত কয়েকজন জাপানি নাগরিক এ ঘটনায় নিহত হন। ফলে বেশ কয়েক মাস পিছিয়ে যায় ঢাকাবাসির স্বপ্নের মেট্রোরেল প্রকল্প। 

বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘ দিন জুড়েই চলছে দেশে। সেদিক থেকে বেশ অল্প সময়েই এ রায়ের দন্ডাদেশ এলো। এটি আশাবাদ জাগানোর মতো একটি বিষয়। আইনের শাসন প্রতিষ্ঠায় এই রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। একই সঙ্গে দেশে জঙ্গিবাদ মোকাবিলায় সতর্ক থাকতে হবে সকল নাগরিককে। সক্রিয় থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সুফি ঐতিহ্যের বাংলাদেশকে কেউ যেন কালিমা লিপ্ত করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রত্যাশা সব মামলার বিচার যেন দ্রুত হয়। বিচারহীনতার বাংলাদেশ কেউ চায় না।