রিপোর্ট ডেস্ক
স্কুল বন্ধ। অফিস, আদালত সবই বন্ধ। তবু ঢাকার রাস্তায় গাড়ির অভাব নেই। বিভিন্ন স্থানে জ্যাম চোখে পড়েছে ছুটির দিনের ঢাকার সড়কে।
মিরপুর থেকে বাসে ফার্মগেটে যাচ্ছেন আবু বকর। আসাদগেটে দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হয়েছে জ্যামের কারণে।
তিনি বলেন, জ্যাম এখন ঢাকার বাস্তবতা। ছুটির দিন , কাজের দিন বলে আলাদা কিছু নেই। কবে এর থেকে মুক্তি পাবো জানি না।
এদিকে মেট্রোরেলের কারণে ঢাকার বিশাল একটি অংশের সড়ক অর্ধেকে পরিণত হয়েছে। রোকেয়া সরণিতেও দেখা গেছে তীব্র যানজট।
একে উন্নয়ন কাজের জন্য ধুলা অন্য দিকে আবার দীর্ঘ যানবাহনের সারি। সব মিলিয়ে ভালো নেই ছুটির দিনে ঢাকা।
কাওরানবাজারে বাস যাত্রী লুবনা হক জানান, ছুটির দিনে মানুষ শপিংয়ে বের হয়। অনেকে অনেক অনুষ্ঠানে যান তাই কর্ম দিবসের চেয়ে মোটেও কম থাকে না ছুটির দিনে সড়কে মানুষের উপস্থিতি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্র সাব্বির আহমেদ বলেন, ছুটির দিনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এ ধারণাটি ঠিক নয়। এখন অনেক বিশ্ববিদ্যালয়েই শুক্রবার ও শনিবার ক্লাস হয়। তাই সড়কে ছুটির দিনেও ছাত্রদের উপস্থিতি থাকে।
দুপুর নাগাদ মহাখালী ফ্লাইওভারে উপর ও নিচে যানজট চেখে পড়ে। এ দীর্ঘ গাড়ির সারি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত বিস্তৃত ছিল।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি।