শিক্ষা ১ ডিসেম্বর, ২০১৯ ০৪:০৬

আজ রাজিব-দিয়ার মৃত্যুর মামলার রায়

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী রাজীব-মীমের সড়কে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার রায় হবে আজ।

রবিবার বিকেলে ঢাকার মহানগর সিনিয়র দায়রা জজ আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষ ৪১ জন সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে। এরপর আত্মপক্ষ ও যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের দিন ধার্য হয়।  

এই মামলায় জাবালে নূরের বাসের চালক মাসুম বিল্লাহ, হেল্পার মোহাম্মদ এনায়েত হোসেন ও চালক মোহাম্মদ জোবায়ের সুমন কারাগারে আছেন। অপর দুই আসামি বাস মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও হেল্পার মোহাম্মদ আসাদ কাজী এখনো পলাতক আছে। আর মামলার আরেক আসামি বাস মালিক শাহদাত হোসেন আকন্দের অংশের বিচার হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।

২০১৮ সালের ২৫শে অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। এর আগে গত ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ। ২০১৮ সালের ২৯শে জুলাই জাবালে নূর পরিবহনের দুইটি গাড়ি বেপরোয়া ভাবে চালিয়ে একটি বাস রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের কয়েকজন ছাত্র ছাত্রীর উপর তুলে দিলে দিয়া খানম মিম ও আব্দুল করিম রাজীব নিহত হয়। এর প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে সারাদেশের শিক্ষার্থীরা। স্থবির হয়ে পড়ে রাজধানীর যান চলাচল।