কৃষি ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৮:২৮

মাল্টা চাষে সফল বরিশালের শ্যামল

বাসস:

নারকেল, আম, মাছের খামার এর পরে মাল্টা চাষে সুদিন ফিরল গুরুদাস ব্যানার্জী শ্যামলের বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে বাসিন্দা শুধু মাল্টা চাষ করেই আয় করেছে প্রায় ২ লাখ টাকা।

সফল চাষি শ্যামল জানান, প্রায় ৪০ শতাংশ জমিতে নারকেল, আম বাগান, মাছের খামার ও পরে মাল্টা বাগান চাষ করে বাণিজ্যিকভাবে ব্যাপক সফল হয়েছেন। ২০১৬ সালে ৩০ শতক জমির উপরে একটি মালটা বাগান করেন। এ বাগানে বর্তমানে বারি মালটা-১ প্রজাতির ৪২টি পূর্ণ বয়স্ক মাল্টা গাছ রয়েছে। আমার বাগানের চাষ করা মাল্টা রাসায়নিক, ফরমালিনমুক্ত ও সুস্বাদু রসালো। পাইকারী ১’শ ৩০ টাকা দরে বিক্রি করছেন এ মাল্টা। এবারে প্রায় ৬০ মণ মাল্টা বিক্রির আশা পোষণ করেন কৃষক শ্যামল ব্যানার্জী।

শ্যামল আরো জানান, মাল্টা চাষে দক্ষিনাঞ্চলের মধ্যে তিনি ১ম স্থান অধিকার করেছেন। গত আগস্ট মাসে মাল্টা বিক্রির উদ্বোধন উপলক্ষে ওই বাগানে উপস্থিত হন উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত পাইকার ও খুচরা ক্রেতারা।

বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার জানান, শ্যামল ব্যানার্জী অত্যন্ত সফল কৃষক। তিনি মাল্টা বাগানের পাশাপাশি আম, নারকেলসহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের বাগান করেছেন। প্রতিটি বাগানেই তিনি সফল হয়েছেন। উপজেলার ইতিমধ্যে শতাধিক মাল্টা বাগান হয়েছে। স্থানীয়দের প্রয়োজন মিটিয়ে ইতিমধ্যে বিভিন্ন জেলা শহরে বিক্রি হচ্ছে