ধর্ম ও জীবন ২১ আগস্ট, ২০১৯ ১২:২৬

এবার হজে ৮৯ বাংলাদেশীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট।। 

এ বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গিয়ে এ পর্যন্ত ৮৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৭৭ জন পুরুষ এবং ১২ জন নারী। তাদের ৭৯ জন মক্কায়, ৯ জন মদিনায় এবং জেদ্দা একজন মারা গেছেন।

এ বছর সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ৫৯৮টি এজেন্সির মাধ্যমে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যান। যারা হজের আগেই মদিনা জিয়ারত সম্পন্ন করেছেন তারা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন আর যারা যাননি তারা মদিনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এখন পর্যন্ত পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে দেশে ফিরেছে ১২ হাজার ৫৫২ জন বাংলাদেশি হাজি।

এদিকে ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে মক্কা নগরী। প্রতিদিনই মক্কার বিভিন্ন হোটেল ছাড়ছেন হাজিরা। কেউ মদিনা আবার কেউবা যাচ্ছেন জেদ্দা বিমান বন্দরের উদ্দেশে। আর যারা আরও কিছুদিন মক্কায় থাকার সুযোগ পাচ্ছেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদুল হারামে আদায় এবং কাবা শরীফ তাওয়াফ ও ওমরাহ হজ্ব পালন করে সময় পার করছেন।