নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে দেড় ঘণ্টার মধ্যে ৭টি স্থানে যাত্রীবোঝাই বাসে অগ্নিসংগযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন। আজ দুপুরে তিনি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।বাসে আগুনের ঘটনায় যারা জড়িত কিছু লোককে শনাক্ত করেছি আমরা। আরো তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘যারাই এই সহিংসতা ও বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। সবাইকে আইনের আওতায় আনা হবে। ’
এর আগে রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, ভাটারা ও শাহজাহানপুর এলাকায় ৭টিযাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।





















