জাতীয় ১২ নভেম্বর, ২০২০ ০২:১২

ঢাকায় ৩৫ ও সিরাজগঞ্জে ৪৫ শতাংশ ভোট পড়েছে, দাবি ইসির

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসনে আনুমানিক ৩৫ ও সিরাজগঞ্জ-১ আসনে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে তিনি এ তথ্য জানান।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও কোনো কারচুপির অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে ইসি বলেন, ‘ভোট সব জায়গায় শান্তিপূর্ণভাবেই হয়েছে। কোথাও কোনো খারাপ খবর পাইনি। আর গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গণ্ডগোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। বিএনপির অভিযোগ জেনারেল।’

ইসি সচিব বলেন, ‘সিরাজগঞ্জ থেকে বিকাল ৪টার দিকে আমাকে যেটা জানিয়েছে, তাতে ৪৫ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছেন। আর ঢাকায় আনুমানিক ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে তারা মনে করছে।’

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল ইসির সঙ্গে দেখা করে।

বিএনপির অভিযোগের প্রেক্ষিতে ইসি সচিব বলেন, প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। বিএনপিকে কমিশন বলেছে, প্রমাণ দেন, যদি বাতিল করার মতো হয় তাহলে আমরা ভোট বাতিল করব। কিন্তু প্রমাণ না দিতে পারলে তো বাতিল করার সুযোগ নেই। আমাদের কাছে যে তথ্য, তাতে এ ধরনের ঘটনা আমাদের কাছে আসেনি।