জাতীয় ১৫ নভেম্বর, ২০২০ ০২:১৪

ক্রীড়া প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার গানম্যান জালাল উদ্দিনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (১৫ নভেম্বর) করোনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তিনি করোনা পজিটিভ বলে জানানো হয়।