ডেস্ক রিপোর্ট।।
ডেঙ্গুর রোগ বহনকারী এডিস মশা নিধনের কার্যকরী ঔষধ সরবরাহ নিয়ে ঢাকার দু’সিটি কর্পোরেশনের মেয়রগণ নানা আলোচনা সমালোচনার মুখে পড়েছেন। ঠিক তখনই নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এডিস মশা নিধনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পরীক্ষিত বিপুল পরিমাণ কার্যকরী ঔষধ আমদানীর দাবী করেছেন। ব্যক্তিগত উদ্যোগে আমদানীকৃত ওই ঔষধ প্রয়োজনে তিনি ঢাকার দু’সিটি কর্পোরেশনসহ অন্য সিটিতেও বিনামূল্যে সরবরাহের ঘোষণা দিয়েছেন।
মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, রাজধানী ও গাজীপুরসহ দেশে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজধানী ঢাকার দু’সিটি কর্পোরেশন এলাকায় এ রোগের প্রকোপ বেশী। আমি ব্যক্তিগত উদ্যোগে এডিস মশা ও লার্ভা নিধনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পরীক্ষিত প্রায় ২০০ টন কার্যকরী ঔষধ সিঙ্গাপুর থেকে আমদানী করেছি। ‘বেনটাসাইড’ নামের আন্তর্জাতিক মানের ওই ঔষধ বিমান যোগে বাংলাদেশে এসে পৌছেছে। এই ঔষধের প্রয়োজন হলে আমি ঢাকাসহ অন্য সিটিগুলোতেও বিনামূল্যে তা সরবরাহ করে ডেঙ্গু মশা নিধনে সহযোগীতা করবো। ইচ্ছে করলে যে কেউ এই ঔষধের মান যাচাই করতে চাইলে আমি তাতেও সহযোগীতা করব।
তিনি জানান, এডিস মশা নিধনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে নির্দিষ্ট পরিমাণ কেরোসিন মিশিয়ে প্রতিদিন একটন করে ঔষধ ব্যবহার করা হবে। নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে প্রয়োজনে আরো ঔষধ আমদানী করা হবে। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থ ব্যায়ে এ ঔষধ আমদানী করা হয়েছে।
মেয়র বলেন, আমরা ইতোমধ্যে গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডে ডেঙ্গু মশক নিধনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি। আমি নগরীর পরিস্কার পরিচ্ছন্নতার জন্য নগরবাসী সবার সহযোগিতা চাই।
এদিকে, ডেঙ্গুর রোগ বহনকারী এডিস মশা নিধনের কার্যকরী ঔষধ সরবরাহ নিয়ে ঢাকার দু’সিটি কর্পোরেশনের মেয়রগণ যখন আদালতসহ বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনার মুখে পড়েছেন, ঠিক তখনই গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এডিস মশা নিধনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পরীক্ষিত বিপুল পরিমাণ কার্যকরী ঔষধ আমদানীর ঘোষণায় নগরবাসীর মাঝে আশার আলো জেগে উঠে। গাজীপুরবাসীর মতে, রাজধানী ঢাকার দু’সিটির মেয়রগণ দীর্ঘদিনেও ডেঙ্গুর রোগ বহনকারী এডিস মশা ও ওই মশার লার্ভা নিধনের জন্য কার্যকরী ঔষধ সরবরাহ করতে পারেননি। অথচ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম গাজীপুর নগরীকে ডেঙ্গুমুক্ত করতে এডিস মশা নিধনে ব্যক্তিগত উদ্যোগে মাত্র ৩দিনের ব্যবধানে আন্তর্জাতিকমাণের কার্যকরী ঔষধ সিঙ্গাপুর থেকে আমদানী করতে সক্ষম হয়েছেন।





















