ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার জনাব শফিকুল ইসলাম বিপিএম(বার) কে শুভেচ্ছা জানাতে সৌজন্য স্বাক্ষাত করেন আমাদের কাগজের সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক। এসময় আমাদের কাগজ পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত ডিএমপি কমিশনারকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বর্তমান সরকারের জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ এবং মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স তা অব্যাহত রাখতে নবনিযুক্ত ডিএমপি কমিশনারকে আহ্ববান জানান আমাদের কাগজের সম্পাদক। এছাড়াও সম্পাদকের পক্ষ থেকে নবনিযুক্ত ডিএমপি কমিশনারকে নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানানো হয়।
এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অবিলম্বে তাকে কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শফিকুল ইসলাম এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।





















