ডেস্ক রিপোর্ট
গতকাল থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামে সব ফ্লাইট এবং আজ থেকে এক সপ্তাহের জন্য মাসকাট রুটের ফ্লাইট করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিশ্বব্যাপী কভিড-১৯ মহামারীর কারণে এসব ফ্লাইট এক সপ্তাহ বন্ধ থাকবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা গেছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ায় গতকাল রোববার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করে সৌদি আরব। এছাড়া স্থল ও সমুদ্রবন্দরের মাধ্যমে সব ধরনের প্রবেশও বন্ধ করা হয়েছে।
আন্তর্জাতিক সব রুটে বিমান চলাচল এবং স্থল ও সমুদ্রবন্দর দিয়ে যাত্রীদের চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। ২০ ডিসেম্বর মধ্যরাতে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিশ্বের কয়েকটি দেশে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সব ফ্লাইট বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যদিও আরব বিশ্বের অন্য দেশের তুলনায় সৌদি আরবে প্রতিদিনই করোনা সংক্রমণ নিম্নমুখী, সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে এবং করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। তবু সৌদি নাগরিক ও অভিবাসীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কর্তৃপক্ষ কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেগুলো হচ্ছে ২১ ডিসেম্বর থেকে আগামী এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে এ নিষেধাজ্ঞা আরো এক সপ্তাহ বাড়তে পারে। তবে বিদেশী যেসব এয়ারলাইনসের ফ্লাইট বর্তমানে সৌদিতে অবস্থান করছে, সেসব ফ্লাইট নিজ নিজ দেশের উদ্দেশে ছেড়ে যেতে কোনো বাধা নেই। একই সঙ্গে আগামী এক সপ্তাহের জন্য সব স্থল ও সমুদ্রবন্দর দিয়ে সৌদিতে প্রবেশ বন্ধ থাকবে, প্রয়োজনে এ নিষেধাজ্ঞা আরো বাড়তে পারে।
একই কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা দেয়ায় আজ থেকে এক সপ্তাহের জন্য মাসকাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ দেয়া হবে।






















