সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে 'নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯' নামে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর তাতে বিভিন্ন ট্রাফিক আইনের শাস্তি ও জরিমানার ভুল বিধান উল্লেখ করে অপপ্রচার চালানো হচ্ছে। সড়কপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রবিবার (১ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মোঃ আবু নাছেরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রকৃতপক্ষে সড়ক পরিবহন সেক্টরে 'নতুন মোটরযান আইন (সংশোধনী) ২০১৯' নামে কোনো নতুন সংশোধনী আইন নেই।
উল্লেখ্য, ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া সড়ক পরিবহন আইন কার্যকর করতে সড়ক পরিবহন ও এর অংশিদারগণের সাথে আলোচনার মাধ্যমে তা প্রণয়ণের কাজ করছে।
ফলে, নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়া নতুন সংশোধনী আইন ২০১৯ টি সম্পূর্ণরূপে অপপ্রচার ও গুজব। জনসাধারণকে এ ধরণের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।






















