জাতীয় ৪ জানুয়ারি, ২০২১ ১১:২৩

দেশীয় আখের চিনি ব্যবহারের আহ্বান শিল্পমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

সময় তিনি স্বাস্থ্যসম্মত দেশীয় আখের চিনি ব্যবহারের জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার (০৪ জানুয়ারি) বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি নির্দেশনা দেন।

সভায় শিল্পমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো লাভজনক করতে বহুমুখী পণ্য উৎপাদনের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিনিকলগুলোর উৎপাদনশীলতা বাড়াতে বিদেশি বিনিয়োগের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।শিল্প-প্রতিমন্ত্রী যোগ্য দক্ষ কর্মকর্তাকে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আখ ক্রয় যাতে সঠিক হয়, সেটি নিশ্চিত করতে হবে

প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর আর্থিক পরিস্থিতি নিরূপনের জন্য অডিট করার নির্দেশনা দিয়ে বলেন, ‘আর্থিক অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে