জাতীয় ৩ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:০২

জামিন মেলেনি দুদকের বাছিরের

ডেস্ক রিপোর্ট।। 

ঘুষ লেনদেনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন হয়নি। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ মঙ্গলবার জামিন আবেদনের ওপর শুনানি শেষে জামিন আবেদন ফেরত দেন হাইকোর্ট।

ঘুষ লেনদেনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছির গত ১লা সেপ্টেম্বর জামিন  চেয়ে হাইকোর্টে আবেদন করেন। 

এর আগে গত ২৩শে জুলাই এনামুল বাছিরের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ  কেএম ইমরুল কায়েস। একইসঙ্গে জেল কোড অনুযায়ী তাকে ডিভিশন দেয়ার নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় এনামুল বাছিরসহ পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৬শে জুলাই মামলা দায়ের করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এরপর গত ২২শে জুলাই তাকে গ্রেপ্তার করা হয়।