জাতীয় ৩১ জানুয়ারি, ২০২১ ১০:৩৭

৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

দেশের সব চাকরি পরীক্ষায় অবিলম্বে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিক্ষোভ মানব্ন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করে

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন না হওয়া অত্যন্ত দুঃখজনক প্রতিবছর যাচাই-বাছাইয়ের নামে বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে, যা কখনও কাম্য নয়

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বীর মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের আহ্বান আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের আগেই বীর মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ চূড়ান্ত তালিকা দ্রুত প্রণয়ন করতে হবে আমরা কোনো অমুক্তিযোদ্ধাদের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দেখতে চাই না

তিনি বলেন, অতীতে যেসব অমুক্তিযোদ্ধা অবৈধভাবে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তাদের বাদ দিয়ে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন করতে হবে সে বিষয়ে সরকারের দৃষ্টি রাখতে হবে

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের নামে দেশে আজ পর্যন্ত কোনো হাসপাতাল নির্মাণ করা হয়নি স্বাধীনতাবিরোধী পাকিস্তানি অপশক্তি বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের ২০১৮ সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন করা হয়েছে বঙ্গবন্ধুর দেওয়া ৩০ শতাংশ বীর মুক্তিযোদ্ধা কোটা অবিলম্বে পুনর্বহাল করতে হবে

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আলাম আল মামুন, সহ-সম্পাদক রোমার হোসেন, মাহামুদুর রহমান হাওলাদারসহ অন্যরা উপস্থিত থেকে বক্তব্য দেন