জাতীয় ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১২:৪৮

চলে গেলেন সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার

ডেস্ক রিপোর্ট

সিকদার গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা জয়নুল হক সিকদার মারা গেছেন তিনি বেসরকারি ন্যাশনাল ব্যাংকেরও চেয়ারম্যান আজ বুধবার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান

ন্যাশনাল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম বুলবুল বাংলা ট্রিবিউনকে তথ্য নিশ্চিত করেন তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে তিনি মারা যান

প্রসঙ্গত, সিকদার গ্রুপ দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি দেশের বাইরেও এই প্রতিষ্ঠানের ব্যবসা রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক,লাসভেগাস,সংযুক্ত আরব আমিরাত থাইল্যান্ডের ব্যাংককেও তাদের ব্যবসা রয়েছে ছাড়া যুক্তরাজ্য, সিঙ্গাপুর সুইজারল্যান্ডে রয়েছে সিকদার পরিবারের একাধিক কোম্পানি বিপুল বিনিয়োগ