জাতীয় ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৪৪

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ

ডেস্ক রিপোর্ট।। 

আজ বিকেল ৫টায় বসছে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। গত ২১শে আগস্ট এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের পরের অধিবেশন বসতে হয়। এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে।  তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হতে পারে। 

এর আগে, বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ ঠিক করা হবে। একাদশ জাতীয় সংসদের তৃতীয় বাজেট অধিবেশন শেষ হয় গত ১১ই জুলাই।