নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পানির দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এসময় পানি সংকট না গেলে ওয়াসা অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
শনিবার (২২ অক্টোবর) রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে এ মিছিল করেন ভুক্তভোগীরা।
জানা যায়, ওয়াসার পানির ট্রাক এলে তার সামনে বিক্ষোভ করেন বাসিন্দারা। পানি সংকট দূর না হলে ওয়াসা অফিস ঘেরাও করার ঘোষণা দেন তারা। এরপর ওয়াসার টেকনিশিয়ানরা এলে দিনভর এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন তারা।
এলাকাবাসী অভিযোগ বলেন, বাড়তি টাকা দিয়ে পানির গাড়ি থেকে কিনে আপাতত প্রয়োজন মেটাতে বলছে ওয়াসা। কিন্তু এই সুযোগে এলাকাটিতে শুরু হয়েছে পানির গাড়ি নিয়ে বাণিজ্য। গাড়িতে করে পানি বাসাবাড়ির ট্যাংকিতে দিতে গিয়েও ৪০০ টাকার পানির জন্য ওয়াসার ড্রাইভাররা দাম হাঁকছেন ৭০০ টাকা।
বাসিন্দারা জানান, কয়েক দিন ধরেই চলছিল পানির অভাব। কিন্তু বুধবার (১৯ অক্টোবর) মালিবাগ মোড়ে ওয়াসার কর্মীরা পানির লাইনে কাজ করার পর থেকে একেবারেই পানি আসা বন্ধ। এক্ষেত্রে কারসাজি হতে পারে বলেও অভিযোগ অনেকের।
ওয়াসার সংশ্লিষ্টরা বলছেন, ২৪ ঘণ্টার মধ্যে সংকট কেটে যাবে। কিন্তু সেই চব্বিশ ঘণ্টা চার দিনেও শেষ হয়নি। বরং সংকট আরও প্রকট হয়েছে।
আমাদেরকাগজ/এইচএম