জাতীয় ২৯ অক্টোবর, ২০২২ ১১:০৫

সবুজবাগে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

 মৃত কিশোরীর নাম পাপড়ী আক্তার ময়না (১৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ৮৬ নম্বর বাসা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি মৃত ময়না দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।


আমাদেরকাগজ/এইচএম