নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বরের শেষে কিংবা আগামী বছরের জানুয়ারির শুরুতে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে রবিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
রসিক নির্বাচনের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির শুরুর দিকে এ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। কমিশনের বৈঠকে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
ইসি আলমগীর আরও জানান, রসিক নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা হবে। রসিক নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা সে ব্যাপারে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে অনিয়মের বিষয়ে গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জমা দিলেও এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন ইসি আলমগীর।
এ বিষয়ে তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার রিপোর্ট জমা দিলেও এখনও সেটা নিয়ে বসা হয়নি। তাই গাইবান্ধার ভোট নিয়ে পরবর্তীতে কী হবে এখনই মন্তব্য করছি না।’



















