জাতীয় ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৫২

বকেয়া আদায়ে শিগগিরই মাঠে নামবে কর্তৃপক্ষ: নসরুল হামিদ

ডেস্ক রিপোর্ট।। 

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন গ্যাস খাতে বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠানের কাছে বকেয়া রয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকার বেশি এবং বিদ্যুৎ বিলেও বিপুল পরিমান বকেয়া রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। আর এসব বকেয়া আদায়ে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শনিবার দুপুরে, রাজধানীর বিদ্যুৎ ভবনে, গার্মেন্টস, টেক্সটাইলসহ গ্যাস ব্যবহারকারী বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।  ব্যবসায়ীরা অভিযোগ করেন, কারখানাগুলোতে সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারছেনা।

ক্যাপটিভ জেনারেটরের মাধ্যমে নিজস্ব উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হলেও সেখানেও গ্যাস সরবরাহ অপর্যাপ্ত।  নতুন সংযোগের ক্ষেত্রেও ভোগান্তি চরম। এসব অভিযোগ সমাধানের জন্য একটি কমিটি গঠনের কথা জনান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।