জাতীয় ২ নভেম্বর, ২০২২ ১০:১৫

প্রেস মিনিস্টার শাবান মাহমুদের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার ( প্রেস ) শাবান মাহমুদকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার ( নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শাবান মাহমুদের চলমান চুক্তিভিত্তিক নিয়োগের ধারাবাহিকতায় আগামী ২২ নভেম্বর থেকে আরও দুই বছরের জন্য মেয়াদ বাড়ানো হলো।

২০২০ সালের ২৩ নভেম্বর শাবান মাহমুদ মিনিস্টার ( প্রেস) পদে যোগদান করেন। এর পরপরই তার উদ্যোগে নয়াদিল্লিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায়বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারপ্রতিষ্ঠা হয়। যা নয়াদিল্লিতে সাংবাদিক মহলে সরকারের উচ্চ পর্যায়ে প্রশংসিত হয়।

 

 

আমাদের কাগজ/ইদি