জাতীয় ১৫ নভেম্বর, ২০২২ ০৭:১২

নির্বাচনে এজেন্টদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর

নিজস্ব প্রতিবেদক: ভোটগ্রহণে কারচুপি করলে প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ভোটকেন্দ্রে প্রার্থীদের এজেন্টরা কারচুপিতে সহায়তা করলে বা কারচুপি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই বলে এজেন্টদের ভোটকেন্দ্রে থেকে বাইরে রাখা যাবে না। এটা কোনো দলই মানবে না। মশারির ভেতরে মশা ঢুকলে মশারি পুড়িয়ে দিলে তো হবে না, মশা তাড়াতে হবে। তেমনই কোনো এজেন্ট অনিয়মের সঙ্গে জড়িত থাকলে ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এই নির্বাচন কমিশনার বলেন, অনেকেই বলছেন ইভিএম একটি কারচুপির মেশিন। দায়িত্ব নেওয়ার পর আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। অতীতের নির্বাচনের অভিজ্ঞতা থেকে দেখেছি, ইভিএমে কারচুপির কোনো সুযোগ নেই। আমরা প্রযুক্তিগত দিক থেকে বিশেষজ্ঞ নই, যেমন বিশেষজ্ঞরা বলছেন। আমি দলগুলোকে তাদের টেকনিক্যাল টিম চেক করার জন্য ডেকেছি।

তিনি বলেন, ইভিএম নিয়ে প্রথমেই যেটা বলা হয় যে, প্রোগ্রামিং করে ফল পাল্টে দেওয়া যায়। তাত্ত্বিক দিক দিয়ে যারা বলেন তারা হয়ত ঠিকই বলেন। কিন্তু বাস্তবতার দিক দিয়ে এটা মোটেই ঠিক নয়। আপনি বলতেই পারেন কোনো একটা কোম্পানির ওষুধে ভেজাল আছে। কিন্তু সব কোম্পানির ওষুধে ভেজাল আছে বিষয়টি এমন নয়। আমাদের ইভিএমটা ভিন্ন ধরনের।

তিনি বলেন, দ্বিতীয় বিষয় হলো এই ইভিএমে যে প্রোগ্রামিং করা হয়েছে, তাতে শুধু যোগ করতে পারে। যে প্রার্থী আছে তাদের ভোটটা যোগ করতে পারে। আর কিছু করতে পারে না। প্রোগ্রামিংটা ওইভাবে করা। কাজেই কেউ যন্ত্রে বা বাইরে থেকে ম্যানুপুলেশন করবে সে সুযোগ নেই।


আমাদেরকাগজ/এইচএম