আমাদের কাগজ ডেস্কঃ কিশোরগঞ্জে জঙ্গি সম্পৃত্ততার অভিযোগে আটক প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষক ডা. মির্জা কাউসার (২৮) কে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নওশাদ খান মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সময় সংবাদকে বিষয় নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তি হলেন, জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। একই সঙ্গে পৌর শহরের খরমপট্টি এলাকায় মেডিক্স নামে একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন। তিনি থাকতেন খড়মপট্টি বায়তুল আমান মসজিদের পেছনে একটি ভাড়া বাসায়।
প্রফেসর ডা. আ ন ম নওশাদ খান বলেন, আটককৃত ডা. কাওসার আমাদের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। পরে তিনি ইএনটির ডাক্তার হিসেবে কাজ করেন। কয়েক মাস আগে ফার্মাকোলজি বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। তার স্ত্রীও একই হাসপাতালের ডাক্তার।
তিনি আরও বলেন, ডা. কাওসারকে একজন তাবলীগ করা ধর্মপ্রাণ মানুষ হিসেবে চিনি। তিনি গোপনে এমন কাজে লিপ্ত এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যেহেতু তার বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে তাকে প্রভাষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এ নিয়ে গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল সূত্র মতে গ্রেফতার মির্জা কাউসার নিজের পরিচয় গোপন করে নানা ছদ্মনামে জঙ্গি কার্যক্রম চালাতেন। কখনও মির্জা কাউসার আবার কখনও আব্দুল কাদের এবং সোবাহান নাম ব্যবহার করতেন।
উল্লেখ্য, ছাত্রাবস্থায়ও একই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর জামিনে থাকলেও তিনি জঙ্গিবাদ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেননি।
আমাদের কাগজ/ এম টি





















