নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
এদিকে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র। আতিকুল ইসলাম
বুধবার রাতে এক অভিনন্দন বার্তায় ডিএনসিসি মেয়র এ শুভেচ্ছা জানান।
বুধবার (৭ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে ১শ’ রানের অপরাজিত ইনিংস ও বল হাতে গুরুত্বপূর্ণ ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ।
আমাদেরকাগজ/এইচএম





















