আমাদের কাগজ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ শতাধিক বহিষ্কৃত নেতাকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ। সম্প্রতি তাদের বহিষ্কার আদেশ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বহিষ্কারের পর মেয়র পদ হারানো জাহাঙ্গীর আবারও স্বপদে ফিরে যাচ্ছেন বলে আশা ব্যক্ত করেছেন।
এ নিয়ে জাহাঙ্গীর বলেন, ‘আমি আওয়ামী লীগের ছিলাম, আওয়ামী লীগের আছি, থাকব।
এর আগে বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল (২০ ডিসেম্বর) বেসরকারি একটি টেলিভিশনের একান্ত সাক্ষাৎকারে জানান,যে পাপে তারা সাজা পেয়েছে, তার পুনরাবৃত্তি তারা ঘটাবে না, এই শর্ত দিয়েই তারা ক্ষমা পেয়েছেন। আগামীতে তারা সেসব ঘটনার পুনরাবৃত্তি ঘটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। বলা যাবে যে, তুমি শর্ত ভঙ্গ করেছ।
ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর তো অ্যাপ্লাই (আবেদন) করেছে। তারটা মওকুফ করেছে। যারাই আবেদন করেছে তাদেরকেই ক্ষমা করেছে। একশর মতো ছিল। অনেকে কলহে-বিবাদে জড়িয়েছে, শৃঙ্খলাবিরোধী বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছে। এগুলো ক্ষমা করা হয়েছে।
এরও আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কটূক্তি এবং নানা রকম বিতর্কিত আপত্তিকর মন্তব্য অভিযোগে ২০২১ সালের ১৯ নভেম্বর দল থেকে প্রথমে বহিষ্কার করা হয়। পরে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবন বহিষ্কারসহ তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়।
এরপর ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত মেয়র করা হয় আসাদুর রহমান কিরণকে।
বিষয়টি সত্যতা স্বীকার করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, যা শোনেছেন ঠিকই জেনেছেন। আমি আওয়ামী লীগের ছিলাম, আওয়ামী লীগের আছি, থাকব। ইনশাআল্লাহ, যেহেতু আমি আওয়ামী লীগে পদ ফিরে পাচ্ছি, সেহেতু আমি আবার মেয়র পদ ফিরে পেতে যাচ্ছি।
আমাদের কাগজ/এম টি





















